নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী থানার চার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দুইজন এএসআই ও দুইজন কনস্টেবল রয়েছেন। এছাড়াও নকলায় একজন ও শেরপুর সদরে আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সূত্র জানায়, নালিতাবাড়ী থানায় কর্মরত ৩০জনসহ মোট ৬৮ জনের নমুনা গত ১১ মে সংগ্রহ করে ১২ মে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরমধ্যে ৬৬ জনের নমুনা রিপোর্ট রোববার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌছায়। রিপোর্ট আসা ৬৬ জনের মধ্যে ৪ জনের করোনা পজেটিভ আসে। করোনা পজেটিভ আসা চারজনই নালিতাবাড়ী থানায় কর্মরত। তবে শরীরে করোনার কোন লক্ষ্যণ পাওয়া যায়নি।