ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট চিন্তামন মাহালিপাড়া গ্রামে ১৭ মে রাত আনুমানিক ১টায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী স্বারণী কান্ত মহন্ত (২৫) কে নির্যাতন করে হত্যা করেছে স্বামী গৌরাঙ্গ চন্দ্র মহন্ত।
নিহত স্বরণী মহন্ত পাবর্তীপুর উপজেলার খলিলপুর ঠাকুরপাড়া গ্রামের মুকুল চন্দ্র মহন্তের মেয়ে। ১২ বছর আগে ফুলবাড়ী উপজেলার চিন্তামন মাহালিপাড়া গ্রামের গোপাল চন্দ্র মহন্তের ছেলে গৌরাঙ্গ চন্দ্র মহন্তের সাথে তার বিয়ে হয়। সংসার চলাকালে তাদের ১১ বছরের ১ ও ৬ বছর বয়সের ১ মেয়ে সন্তান রয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান, যৌতুক দাবিতে স্বামীয় গৌরাঙ্গ চন্দ্র মহন্ত স্ত্রী স্বারণী চন্ত্র মহন্তকে নির্যাতন করে হত্যা করেছে মর্মে স্বীকার করেছে। তৎক্ষনাৎ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রফতার করতে সক্ষম হয়েছে। নিহতর বাবা মুকুল চন্দ্র মহন্ত ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করেছেন। যার মামলা নং (৭)১৭/০৫/২০২০ইং।
– আল হেলাল চৌধুরী