নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আল আমিন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর কালিনগর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আল আমিন ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ও পেশায় রাজমিস্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতের খাবার খাওয়ার পর আল আমিন নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর আর তাকে পরিবারের কেউ দেখেনি। বিকেল তিনটার দিকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে আল আমিন এর ভাতিজা সাত বছর বয়সী রাহাতকে ঘরে পাঠান আল আমিনের ভাবি। এসময় শিশু রাহাত আল আমিনকে বিছানার পাশে ঝুলতে দেখে মাকে ডাক দেয়।
আল আমিনের বড় ভাই রাজমিস্ত্রী আলম বাদশা জানান, ওই ঘরে মা আর আল আমিন থাকতো। মা কিছুদিন আগে ঢাকায় গেছেন। দুপুর পর্যন্ত আল আমিনের কোন সাড়াশব্দ না পেয়ে আমার স্ত্রী সন্তানকে দিয়ে ডেকে পাঠালে ঝুলন্ত লাশ দেখতে পায়।
তিনি আরও জানান, প্রায় ৭-৮ বছর আগে আল আমিন বিয়ে করে। কিন্তু কয়েক মাস পর ওই সংসার ভেঙে যায়। বর্তমানে সে আমার সাথে রাজমিস্ত্রীর কাজ করতো। তবে সে গাঁজায় আসক্ত ছিল। মাস খানেক আগে এলাকায় কয়েকজন যুবকের সাথে মারামারিও করেছে। অবশ্য ওই বিষয়টি উভয়পক্ষে মিমাংসা করা হয়েছে। আল আমিন কি কারণে মরতে পারে তা বলতে পারছেন না তিনি।
তবে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।