নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : শরণখোলায় বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর সাথে সরকারি দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা মডেল মসজিদ মিনালায়তনে নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শরনখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির, রায়েন্দা রাজৈর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আঃ জলিল আনোয়ারী, তাফালবাড়ি কলেজের সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, আলহাজ্জ গগন মাদ্রাসার সুপার মাওলানা মাওলানা ওবায়দুল হক, মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শহিদুল ইসলাম, সুপার মাওলানা ওহাব, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, নাসির উদ্দিন মুক্তা ও সহকারী শিক্ষক জুয়েল মীর।
প্রধান অতিথি শিক্ষার গুণগত মান উন্নয়নে কি কি সমস্যা রয়েছে তা শিক্ষকদের কাছে জানতে চান। পরে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে যথাসময়ে স্কুলে হাজির করার পরামর্শ দেন। উন্নত শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে তাদেরকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করার নির্দেশনা প্রদান করেন।