শ্রীবরদী (শেরপুর) : ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী উপজেলায়। হতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। সংকট দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ। এ সংকটময় সময়ে বন্যার্তদের পাশে এসে দাড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৫ সেপ্টেম্বর) সারাদিন শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বন্যার্তদের মাঝে শুকনো খাবার, ওষুধ, গ্যাসলাইট, মোমবাতি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল।
ঢাকাস্থ শ্রীবরদী ফোরামের আর্থিক সহযোগিতায় বন্যার্ত প্রায় এক হাজার পরিবারকে শুকনো খাদ্য,ঔষুধ, মোমবাতি গ্যাসলাইট সরবরাহ করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে-ইসলামী শ্রীবরদী শহর শাখার অর্থ সম্পাদক আমীর হামজা মিষ্টার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, ফরহাদ হোসেন, ছাত্র নেতা আফজাল বিন আক্রাম, মোঃ আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।