শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নঞ্চাল প্লাবিত হওয়ায় ডুবে যাচ্ছে নতুন নতুন এলাকার রাস্তা-ঘাট, ধান খেত, সবজি খেত, মৎস্য খামার, ঘর বাড়ি। আকস্মিক এ বন্যায় চরম হতাশায় পড়েছেন কৃষকসহ নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার উপজেলার সিংবাগরুনা, রাণীশিমুল ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হলেও বেড়ে গেছে আজ শনিবার। শনিবার (৫ সেপ্টম্বর) উপজেলার আরো নতুন করে প্লাবিত হয়েছে ৪টি ইউনিয়ন। এ নিয়ে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে প্লাবিত হয়েছে ৬টি ইউনিয়ন।
শনিবার উপজেলার কাকিলাকুড়া, তাতিহাটী, গোশাইপুর ও গড়জরিপা ইউনিয়নের বিভিন্ন গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
তাতিহাটী এলাকার কৃষক হাবিবুল্লাহ বলেন, আমি ২ একর জমি আমন ধান রোপন করেছি, আজ শনিবার সকালে হঠাৎ পাহাড়ি ঢলে সব জমি তলিয়ে গেছে, এখন আমি কি করব ভেবে পাচ্ছি না।
একই গ্রামের কৃষক খলিল মিয়া বলেন, আমি ৫৫ শতাংশ জমি লাগাইছি, দুই দিন আগে বিষ, সার দিলাম সব তলিয়ে গেছে।
বন্যা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন জানান, ২ হাজার ৩৮৫ হেক্টর জমির আমন ধান, ৭৪ হেক্টর সবজি খেত সম্পূর্ণ পানিতে নিমজ্জিত রয়েছে এবং ২ হাজার ২৮৮ হেক্টর আমন ধান ও ১২৭ হেক্টর সবজি খেত আংশিক পানিতে নিমজ্জিত আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শনিবার এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
এছাড়াও এ ত্রাণ কার্যাক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রত কৃষকদের তালিকা করা হচ্ছে বলেন তিনি জানান।