শেরপুর: জেলার বন্যা দুর্গতদের পাশে দিনরাত কাজ করে যাচ্ছ সেনাবাহিনী, বিজিবি, বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ দিনব্যাপী জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার বন্যা কবলিত এলাকায় এসব ত্রাণ বিতরণ কার্যক্রম চলে। শুকনা খাবার, রান্না করা খাবার, রান্না করে খাওয়ার সামগ্রী ইত্যাদি বিতরণ চলেছে বিভিন্ন স্থানে।
দুপুরে ঝিনাইগাতির মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও, বাতিয়াগাঁও, বানিয়াপাড়া, রাঙামাটি ও জুলগাঁওয়ে বিএনপি’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন জেলা বিএনপি’র সভাপতি ও দুই বারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তার সাথে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণের মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আলু, মুড়ি, গুড়, নগদ টাকা।
এদিকে একই দিন বন্যার্তদের মাঝে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে রান্না করা খাবার পৌছে দেওয়া হয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। গতকাল রাতে বিজিবি’র ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে পাঁচশ দুর্গতের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
তবে ত্রাণের তুলনায় দুর্গতের সংখ্যা বেশি। ফলে ত্রাণের জন্য একপ্রকার চলছে হাহাকার। কেউ ত্রাণ নিয়ে গেলে হুমড়ি খেয়ে পড়ছে বানভাসীরা। সংকট পড়েছে বিশুদ্ধ খাবার পানির।