1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

নালিতাবাড়ী সীমান্তে ধানক্ষেতে তান্ডব চালাতে এসে বন্যহাতির মৃত্যু, আটক এক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে উঠতি আমন ধান খেতে খাবারের সন্ধানে তান্ডব চালাতে আসা বন্যহাতিদের একটি মারা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে হাতিটির মৃত্যু হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে বন বিভাগ।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে চলে আসা বন্যহাতির তান্ডব উঠতি আমন ঘিরে আরও বেড়েছে। প্রতিনিয়ত দিনের বেলা ও রাতে অব্যাহত তান্ডব চলে আসায় স্থানীয় কৃষকরা ক্ষেতের ফসল বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুতের সংযোগ দেন ও বৈদ্যুতিক লাইট জ¦ালিয়ে রাখেন। এতে ভয়ে হাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রায় ২০-২৫টি বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের মৌচাক রাবার বাগান এলাকায় আমন ধানের ক্ষেতে খাবারের সন্ধানে নামে। এসময় পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। পরে সঙ্গে থাকা অন্যান্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাকিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে একটি বৈদ্যুতিক জেনারেটর ও কিছু তারসহ পরিবহনকারী ভ্যান চালক শহিদুল ইসলাকে আটক করে।

এদিকে শুক্রবার সরেজমিনে পদির্শনে আসে শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খান। তিনি জানান, বৈদ্যুতিক জেনরেটরের শকে একটি বন্যহাতি মারা গেছে। এ ঘটনায় সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধেও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com