1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুক্তির ২৭ বছর পরেও পাহাড়ে শান্তি আসেনি পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জেএসএসের গিনিতে ফুটবল মাঠে সংঘর্ষে শতাধিক সমর্থকের মৃত্যু চিকিৎসা পেতে ভারতের পতাকায় প্রণাম করতে হবে বাংলাদেশিদের! মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয়: পররাষ্ট্র উপদেষ্টা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা নালিতাবাড়ীতে ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পুলিশ নিয়ে ইউএনও’র বাধা রেল কর্মকর্তার কাছে অনিয়মের তথ্য চাওয়ায় ৩ সাংবাদিক লাঞ্ছিত গুরুত্ব কম দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে : স্বাস্থ্যের ডিজি

সার্বিয়ায় ঐতিহাসিক ‘জার্মান সেতু’ বন্ধ করে ভাঙার প্রস্তুতি শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর তৈরি একটি সেতু ভাঙার উদ্দেশ্যে শনিবার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ঐতিহ্যের সংরক্ষণ ও যানজটের আশঙ্কায় জনমনে তীব্র প্রতিবাদের সঞ্চার হয়েছে।

‘জার্মান সেতু’ নামে পরিচিত ওল্ড সাভা ব্রিজ ১৯৪২ সালে সার্বিয়া দখলকারী নাৎসি বাহিনী নির্মাণ করেছিল। রাজধানী বেলগ্রেডের কেন্দ্রস্থলে ব্যস্ত এলাকায় যানবাহন চলাচলের জন্য ব্যবহৃত সাভা নদীর ওপর নির্মিত চারটি সেতুর মধ্যে এটি একটি।

সেতুটি ভাঙার এই সিদ্ধান্ত বলকান অঞ্চলে বহুস্তরীয় সংবেদনশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইস্যুগুলো এখনো রাজনৈতিক ও আবেগময় দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। এ ছাড়া বেলগ্রেড ইউরোপের কয়েকটি বড় শহরের মধ্যে একটি, যেখানে কোনো ভূগর্ভস্থ গণপরিবহন ব্যবস্থা নেই। তাই নতুন কোনো বিকল্প সেতু নির্মাণের আগেই এই সেতুটি বন্ধের সিদ্ধান্ত নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

এদিকে সেতুটি বন্ধের কয়েক দিন আগে শত শত মানুষ এটি ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেয়। বিক্ষোভের অন্যতম সংগঠক জর্জে মিকেটিচ বলেন, ‘আমরা মারাত্মক যানজটের মুখোমুখি হতে যাচ্ছি।’

অন্যদিকে সেতুটি বন্ধের পেছনে অন্যতম ভূমিকা পালনকারী হিসেবে বিশ্বাস করা বেলগ্রেডের মেয়র আলেক্সান্ডার সাপিচ বলেন, পুরনো জীর্ণ সেতুটির বদলে একটি নতুন ‘সার্বিয়ান’ সেতু নির্মাণ করা হবে।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com