1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনা, আইআরজিসি জেনারেল ও পাইলট নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর একজন জেনারেল ও একজন পাইলট হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘আল্ট্রা-লাইট জাইরোপ্লেন’ সীমান্ত এলাকায় সামরিক অভিযান চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়।

ইরানের সশস্ত্র বাহিনী ২৬ অক্টোবর থেকে ওই অঞ্চলে একটি অভিযান পরিচালনা করছে। একটি হামলায় ১০ জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর অভিযানটি শুরু হয়।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশ ইরানের সবচেয়ে দরিদ্র প্রদেশগুলোর মধ্যে একটি। সেখানে বালুচ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস, যাদের অধিকাংশই সুন্নি ইসলাম ধর্মাবলম্বী, যা দেশের প্রধানত শিয়া সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সঙ্গে বৈপরীত্যপূর্ণ।

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনা বিরল হলেও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। তার হেলিকপ্টার একটি পর্বতের ঢালে আছড়ে পড়েছিল। তার মৃত্যুর পর দেশটিতে দ্রুত নির্বাচনের আয়োজন করা হয়। সেই দুর্ঘটনায় কট্টরপন্থী প্রেসিডেন্টের সঙ্গে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ আরো ছয়জন মারা গিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com