1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

কৃষ্ণ সাগরে তেলবাহী ২ রুশ জাহাজডুবি, ক্রু নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : তেলবাহী দুটি রুশ জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে কৃষ্ণ সাগরে ডুবে গেছে। জাহাজ দুটিতে ২৯ জন ক্রু ছিলেন এবং এখন সেখানে তেল ছড়িয়ে পড়ছে। রুশ কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পরিবহন প্রসিকিউটরের অফিসের টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, প্রবল ঝড়ের সময় একটি ট্যাংকার দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং ডুবে যাচ্ছে। পানিতে তেলের ছাপও দৃশ্যমান ছিল।

সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, অন্তত একজন ক্রু সদস্যর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং রুশ কর্তৃপক্ষ অপরাধমূলক অবহেলার তদন্ত করছে।

দুর্ঘটনাটি ঘটেছে কের্চ প্রণালিতে, যা মস্কোর দখলকৃত ক্রিমিয়া থেকে রাশিয়াকে আলাদা করে। তাস জানিয়েছে, সেখানে উদ্ধার ও পরিষ্কার অভিযান চলছে, যাতে রয়েছে টাগ বোট, হেলিকপ্টার ও ৫০ জনেরও বেশি কর্মী।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিটি ট্যাংকারের ধারণক্ষমতা প্রায় চার হাজার ২০০ টন তেল। তবে তেল ছড়িয়ে পড়ার পরিমাণ এখনো পরিষ্কার নয়।

সূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com