1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

দিনাজপুরে ৪৪ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ২২ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ওই ট্যাবলেটের বাজার মূল্য ৪৪ লাখ টাকা বলে পুলিশ জানায়।

মঙ্গলবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউপির কামদিয়া রোডের করাত কলের পাশ থেকে ওই ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। বুধবার আটককৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে ঘোড়াঘাটের কামদিয়া এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দু’জনকে ধাওয়া করে ২২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। ওই ট্যাবলেটের মূল্য ৪৪ লাখ টাকা। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com