1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

মেহেরপুর : মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রোমানা আক্তার নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জর্জকোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রোমানা আক্তার তার চাচাতো ভাই বাবুর মোটরসাইকেলে করে মেহেরপুরের বাসা থেকে গাংনীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গাড়াডোব এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। রোমানা আক্তারকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com