স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে আজ। তবে ম্যাচ শুরর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে ভক্তদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। টিকিট বিতরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভক্ত-সমর্থকদের বিক্ষোভ পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে।
আজ দুপুর ১টা ৩০ মিনিটে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা বিপিএলের ১১তম আসরের। তবে ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে টিকিটপ্রত্যাশীদের জটলা দেখা যায়। ফটক আটকে রেখে বিক্ষোভ করার সময় কিছু উত্তেজিত ব্যক্তিকে গেট ভাঙচুর এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলতে দেখা গেছে। এমনকি ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এই বিশৃঙ্খলা ম্যাচ শুরুর আগে কারোরই কাম্য নয়।
বিসিবি এর আগে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিপিএলের টিকিট মধুমতি ব্যাংকের সাতটি শাখায় পাওয়া যাবে। মিরপুর ১১, মতিঝিল, গুলশান, ধানমণ্ডি, কামরাঙ্গীরচর, উত্তরা এবং পল্টন স্কাউট বিল্ডিংয়ে আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিতরণ চলবে। তবে টিকিট পাওয়ার সঠিক নিয়ম এবং প্রক্রিয়া সত্ত্বেও ভক্তদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা থামছে না।
এ ধরনের ঘটনা শুধু বিপিএল আয়োজনে নয়, বরং দেশের ক্রিকেট ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিপিএলের মতো বড় আয়োজনের জন্য কার্যকর টিকিট বিতরণ ব্যবস্থা এবং ভক্তদের সুবিধার্থে আগাম পরিকল্পনার প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট হলো।
– কালবেলা