বাংলার কাগজ ডেস্ক : শুক্রবার (৩ জানুয়ারি) একই মঞ্চে বয়ান করবেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। যশোরে তাফসিরুল কোরআন মাহফিলে তারা বয়ান দিবেন।
আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজকে শেষ দিনে সন্ধ্যায় শায়খ আহমাদুল্লাহ ও বাদ এশা আলোচনা করবেন মাওলানা মিজানুর রহমান আজহারী।
মাহফিলের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা।