1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

রাব্বির বিধ্বংসী ইনিংস, দুইশ’র দোরগোড়ায় রাজশাহী

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : বিপিএলে অনেকদিন পরে ফিরে এসেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে দুর্বার রাজশাহী নামে প্রত্যাবর্তন তাদের। আর সেই প্রত্যাবর্তনের শুরুটা দারুণভাবেই রাঙাল তারা। আর তাতে বড় অবদান রেখেছেন এনামুল হক বিজয় এবং চৌধুরী ইয়াসির আলী রাব্বি। দুজনেই পেয়েছেন ফিফটি। জোড়া ফিফটিতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে রাজশাহী।

আজ (সোমবার) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সেই সিদ্ধান্তটা কিছুটা আত্মঘাতীই হয়ে এসেছে তাদের জন্য। এনামুল বিজয় ৫১ বলে করলেন ৬৫ রান। আর ইয়াসির রাব্বি থামলেন ৯৪ রানে গিয়ে। মাত্র ৪৭ বল খেলে ৭ চার এবং ৮ ছক্কায় খেলেছেন এই ইনিংস। এই দুজনের ইনিংস রাজশাহীকে তাদের প্রত্যাবর্তনের ম্যাচে এনে দিয়েছে ১৯৭ রানের বিশাল সংগ্রহ।

যদিও শুরুতে জিসান আলমের ডাক মারার পর একটা ধাক্কাই খেতে হয়েছে রাজশাহীকে। কাইল মায়ার্সের বলে ইনসাইড এজে হয়েছেন বোল্ড। অপর ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস কিছুটা আভাস দিয়েছিলেন ঝড়ের। কিন্তু মায়ার্সের স্লোয়ার বলে টাইমিং গড়বড় করে হয়েছেন আউট। দলীয় ২৫ রানেই ২ উইকেট হারায় দুর্বার রাজশাহী। কিন্তু এই বিপর্যয়ের পরেই যেন ঝড় তোলা শুরু করে রাজশাহী।

অধিনায়ক এনামুল বিজয় পেয়েছেন এবারের বিপিএলের প্রথম ফিফটি। ৪১ বলে পূরণ করেন অর্ধশতক। খানিক পরেই তাতে যোগ দেন ইয়াসির রাব্বিও। দুজনে ৮৭ বলে করেছেন ১৪০ রানের বড় জুটি। বিজয় ৬৫ রানে ফিরলেও ইয়াসির রাব্বি ছিলেন অপরাজিত। বরিশালের রিপন মন্ডলের ওপরেই ঝড় গিয়েছে বেশি। ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান।

বরিশালের হয়ে সূচনা ভালো হয়নি পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। ৪ ওভারে দিয়েছেন ৩৩ রান। পাননি উইকেটের দেখা। আরেক পাকিস্তানি ফাহিম আশরাফ ৪২ রান খরচা করে অবশ্য এক উইকেট তুলে নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com