ধোবাউড়া (ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়ার থানায় বর্তমানে কর্মরত এএসআই মোঃ শফিকুল ইসলামের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধোবাউড়া থানা পুলিশ।
জানা যায়, গত বুধবার রাত আনুমানিক রাত ৯টার সময় এএসআই মোঃ শফিকুল ইসলামের ভাড়াটিয়া বাসায় ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় স্ত্রীকে দেখতে পেয়ে থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আরো জান যায়, এএসআই শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মাহিনুর আক্তার সুমি (৩২) প্রেমের সর্ম্পকের কারণে প্রথম স্বামীর ঘরে এক সন্তান রেখে এসে দ্বিতীয় বার মোঃ শফিকুল ইসলামের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে পারিবারিক অশান্তির কারণে শফিকের সাথে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো।
এ বিষয়ে জানতে চাইলে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা জানান, পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে আত্নহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এখন পর্যন্ত মৃতের মা-বাবা বা অন্য কোন আত্নীয়র সন্ধান পাইনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এএসআই মোঃ শফিকুল ইসলামের প্রথম স্ত্রী ও সন্তান আছে।
– মুহাম্মদ মাসুদ রানা