1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

রংপুর : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হলের সিট বন্টন নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত থেমে থেমে চলে এই ধাওয়া-পাল্টা ধাওয়া।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, ঘটনার আগে বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুলের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের এক শিক্ষার্থীর সিট পুনঃবণ্টন নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়। এ সময় ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব গুরুতর আহত হয়। তাকে সহপাঠীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ খবর ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন আর ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দিতে থাকে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন প্রধান ফটকের গেট বন্ধ করে দেয়। এ সময়ে অন্তত দশ শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান জানান, কোন কারণ ছাড়াই সামান্য ঘটনা নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। অপরদিকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম জানান, কোন কারণ ছাড়াই ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন।

এ বিষয়ে প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, এসব ঘটনা আসলে পরিকল্পিতভাবে ঘটাচ্ছেন স্বৈরাচারীর দোসরা। স্বৈরাচার তো পালিয়ে গেছে কিন্তু তার প্রেতাত্মাতারা এখনও রয়ে গেছে। এরা সবসময় পরিকল্পিতভাবে বন্ধের দিনে শুক্র এবং শনিবারে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেন। নয়তো হলের সিট বিনিময়কে কেন্দ্র করে ঘটনাটা এতদূর যেত না। আজ আমাদের প্রক্টোরিয়াল বডির ওপরও দুবার হামলা করা হয়েছে। একবার শুরুর দিকে প্রধান ফটকের সামনে এবং দ্বিতীয়বার যখন আমরা শিক্ষার্থীদের বের করে দেই প্রথম গেট দিয়ে তখন আমাদের ওপর হামলা করা হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে দুইপক্ষই অনড় অবস্থান নেয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com