বান্দরবান : বান্দরবান রাজ গুরু বৌদ্ধ বিহার খিয়ংওয়াক্যং (কেন্দ্রীয় বৌদ্ধ বিহার) এর অন্তবর্তীকালীন নতুন পরিচালনা কমিটির নাম ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বৌদ্ধ বিহারে নতুন বিহারাধ্যক্ষের অভিষেক এরপর এ কমিটি ঘোষনা করা হয়।
বান্দরবান বোমাং সার্কেল চীফ রাজা উ চ প্রু এর অফিসিয়াল প্যাডে (২৮ মে) স্বাক্ষরিত এক বিবৃতিতে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়। পরিচালনা কমিটিতে প্রধান দায়ক হিসেবে রয়েছেন বান্দরবানের বোমাং রাজা বোমাং সার্কেল বোমাগ্রী উঃ উ চ প্রু। আহবায়ক হিসেবে রয়েছেন রাজকুমার মংঙোয়ে প্রু। সদস্য সচিব হিসেবে আছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান কে এস মং এবং সিনিয়র সদস্য হিসেবে আছেন রাজকুমার সাশৈ প্রু হেডম্যান, রাজকুমার নুমং প্রু। সদস্য হিসেবে রয়েছেন মধ্যম পাড়ার উম্যা মং, রাজকুমার শৈনু প্রু রুমু, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উ চিং, মধ্যম পাড়ার মং মং সিং, উজানী পাড়ার কো কো ওয়াই, মধ্যম পাড়ার ক্যাসিং মং ও ক্য শৈ চিং। বিবৃতিতে আরো বলা হয়, উল্লেখিত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। রাজগুরু বিহার পরিচালনার নীতিমালা প্রণয়ন করবে এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত বিহারের সার্বিক কর্মকান্ড পরিচালনা করবে।
উল্লেখ্য, বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার (কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের) প্রয়াত বিহারাধ্যক্ষ উ চ হ্লা ভান্তে পরলোক গমন করলে বিহার অধ্যক্ষের পদ শূন্য হয়। পরে ২৮ মে বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বোমাং রাজা উ চ প্রুসহ মার্মা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বৌদ্ধ ধর্মের দায়ক দায়িকাদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে শূন্য হওয়া পদে নতুন বিহার অধ্যক্ষ পদায়ন করা হয়। এর পরই ১১ সদস্য বিশিষ্ট বিহারের নতুন পরিচালনা কমিটি ঘোষনা করা হয়।
– এন এ জাকির