কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে আম্পানে ক্ষতিগ্রস্থ অসহায়, গৃহহীন ও নিন্মআয়ের মানুষের মাঝে বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার র্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: রইস উদ্দিনের নেতৃত্বে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে ৫কেজি চাল, ডাল ১কেজি, চিনি আধা কেজি, তৈল ১কেজি, পিয়াজ ১কেজি, আলু ২কেজি, সেমাই ১প্যাকেট ও চিরা আধা কেজি বিতরণ করে।
র্যাব-৮ এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের অপরাধ নির্মুলের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ দূস্থ, অসহায়, গৃহহীন ও নিন্ম আয়ের মানুষের মাঝে মহিপুর থানাসহ উপকুলের বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী দিয়েছেন। এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান র্যাব অধিনায়ক রইসউদ্দিন।
– রাসেল কবির মুরাদ