নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব ফোরামের আয়োজনে আজ (শনিবার ২৫ জানুয়ারী) দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ফোরামের আহ্বায়ক অভিজিৎ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা হাতি সংরক্ষন কমিটির সদস্য মনিরুল ইসলাম মনির, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, আস্থা প্রকল্পের জেলা নাগরিক ফোরামের সদস্য বিপ্লব দে কেটু, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক ফিরোজ আহম্মেদ, উপজেলা যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক অমা রাণী দেবসেন, সীমান্ত এলাকার বাসিন্দা রবিউল ইসলাম মন্ডল, রিয়াজুল ইসলাম, জনি আহম্মেদ প্রমুখ।
এসময় হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে চ্যালেঞ্জসমূহ ও তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।