নালিতাবাড়ী (শেরপুর) :লাইসেন্স না থাকা এবং বন বিভাগের নির্দিষ্ট সীমানার মধ্যে অনুমোদনহীন করাতকল পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে বন বিভাগ।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনকুড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এসময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ বন বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে চৌরাস্তা এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত ৫টি করাতকলের যন্ত্রাংশ ও ইঞ্জিন খোলে সেসব জব্দ করা হয়। করাতকলগুলো হলো- রাসেল স’মিল, মোকছেদুল স’মিল, করিম স’মিল, কাওসার স’মিল ও আশরাফ আলী স’মিল।