আন্তর্জাতিক ডেস্ক : ভেঙে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সংসার, এমনটাই কানাঘুষা শোনা যাচ্ছে। স্ত্রীর সঙ্গেও ওবামার বিচ্ছেদ নিয়ে বেশ অনেক দিন ধরেই নানারকম কথা ভেসে বেড়াচ্ছে। এই বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝেই প্রকাশ্যে এসেছে ওবামার গোপন সম্পর্ক! মার্কিন এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি, এমনটাই গুঞ্জন উঠেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একজন তুখোড় রাজনীতিবিদ হলেও শোবিজ দুনিয়ার সঙ্গে বেশ সখ্যতা রয়েছে তার। বিশেষ করে জেনিফার অ্যানিস্টনের সঙ্গে। আর সেই সখ্যতা গড়িয়েছে সম্পর্কে। সম্প্রতি এমনই এক পোস্ট রীতিমত ভাইরাল হয়েছে।
সেই পোস্টে দাবি করা হয়েছে, মার্কিন অভিনেত্রীর এক ঘনিষ্ট বন্ধু নাকি তাদের সম্পর্কের কথা জানিয়েছেন। গত ২৩ জানুয়ারি মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্স-এ একটি পোস্ট বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মেলানি কিং (@realmelanieking) নামের এক নারীর শেয়ার করা সেই পোস্টে দেখা যাচ্ছে, অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের বন্ধু সবাইকে জানাচ্ছেন যে, তিনি এই আমেরিকান অভিনেত্রীর খুবই কাছের ও ঘনিষ্ট একজন। তিনি জানেন যে, জেনিফার বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন।
সেই নারীর কথায়, ‘উনি (বারাক ওবামা) জেনিফার অ্যানিস্টনের সঙ্গে আছেন। আমার ম্যানেজার এবং এক বন্ধু ওর (জেনিফার অ্যানিস্টন) ঘনিষ্ট বন্ধু হন। জেনিফার একবার বন্ধুদের সঙ্গে একটি আড্ডায় তাদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তবে যা ঘটেছে তার সবই ঘনিষ্ট বন্ধুদের মধ্যেই’। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, ভাঙনের পথে ওবামার মিশেলের সংসার। মিশেলের সঙ্গে টিকছে না ওবামার দাম্পত্য জীবন। এরইমধ্যে ওবামা-অ্যানিস্টনের বিষয়টি এসেছে আলোচনায়। তবে বিষয়টি নিয়ে অবশ্য মুখ খুলেছেন অভিনেত্রী। হাসতে হাসতে বলেছেন, ‘শুনেছি, আমার আর বারাকের সম্পর্ক নিয়ে নাকি চর্চা চলছে! আমি একটুও রাগ করিনি। জানি তো, কী করে গুঞ্জন জন্ম নেয়।’ওবামা পরিবারের সঙ্গে জেনিফারের ঘনিষ্ঠতা আগে থেকেই। সেসময় প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে অনেক অন্তরঙ্গ কথা শেয়ার করেছিলেন। ওবামা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতাও স্বীকার করেছিলেন। বলেছিলেন, আমি মিশেলকে বারাকের থেকেও বেশি চিনি। সম্প্রতি সাক্ষাৎকারটি ভাইরাল হতে গুঞ্জন ডানা মেলেছে যার উত্তর দিলেন জেনিফার। জানালেন, এসব শুধুই গুজব।
২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বারাক ওবামা থাকলেও আসেননি তার স্ত্রী মিশেল ওবামা। প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা উপস্থিত থাকেন। কোনও স্পষ্ট নিয়ম না থাকলেও এই প্রথা চলে আসছে বছর বছর ধরে। ডিভোর্স জল্পনার মাঝে মিশেলের অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়টি যেন আগুনে আরও ঘি ঢেলেছে।