সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুর বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় বিচ্চু মিয়া (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালবার্ত্তী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিচ্চু মিয়া বিকালে বাজার করার জন্য স্থানীয় কামালবার্ত্তী বাজারের কাজ শেষে বাড়িতে হেঁটে যাওয়ার সময় বালুর গ্রাম রাস্তায় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় বিচ্চু মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক বিচ্চু মিয়াকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।