বাংলার কাগজ ডেস্ক : বিএনপির উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয়, তাহলে আপনাদের ভবিষ্যৎ কী হবে আমি জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ নিমকহারামি পছন্দ করে না। এজন্য সতর্ক হোন।’
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ও নগর ইসলামী আন্দোলনের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের সাম্প্রতিক দেওয়া বক্তব্যের বিষয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন। রাজনীতি করতে পারছেন। রক্ত এখনো শুকায়নি। এখনো হাসপাতাল থেকে হাজারো রোগী বের হতে পারে নাই। এর মধ্যে সব অবদান ভুলে গেছেন?’
ফয়জুল করীম বলেন, ‘শুধু নির্বাচন আর নির্বাচন। আমরা সবাই নির্বাচন চাই। নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু নির্বাচন কবে দেবেন, কালকেই? আগামীকাল যদি নির্বাচন দেয় তাহলে সুষ্ঠু হবে? অবাধ-নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে? লাভটা কি? সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’
তিনি বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না। আবারও দখলদারি, চাঁদাবাজি, কালো টাকার ছড়াছড়ি হবে। এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নাই।’
নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম প্রমুখ।