1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল জব্দ, আটক ৩

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে চাল-ডালসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার এসআই আতোয়ার রহমান জানান, শনিবার সন্ধ্যায় টিসিবির চাল ও ডাল পাচারের জন্য একটি ঘরের ভেতর সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় হুমায়ুন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ বস্তা চাল ও ডালসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com