নালিতাবাড়ী (শেরপুর) : লাকড়িভর্তি একটি অটোরিকশা চাপায় আব্দুর রউফ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল আনুমানিক তিনটার দিকে লাকড়িভর্তি একটি অটোরিকশা রাস্তার পাশে রেখে ওই অটোচালক দোকানে চা পান করছিলেন। তবে বেখেয়ালি ওই অটোচালক চাবি অটোতে অন অবস্থায় রেখে চলে যান। এসময় দোকানের সামনে থাকা এক শিশু খেলতে গিয়ে সবার অজান্তে অটোরিকশায় চড়ে পিকআপ ধরে বসে। এতে অটোরিকশাটি চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে সামনে থাকা আরও কয়েকজন শিশুর ওপর ওঠে যায় অটোরিকশাটি। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রউফ। আহত হয় আরও অন্তত ৩ জন। পরে স্থানীয়রা আব্দুর রউফকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নোমান আল সিফাত প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।