1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

নিহত হামাস নেতা সিনওয়ারের ভিডিও প্রকাশ আলজাজিরার

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : আলজাজিরা নেটওয়ার্ক এমন অপ্রকাশিত ফুটেজ সম্প্রচার করেছে, যেখানে ইয়াহিয়া সিনওয়ারকে দেখানো হয়েছে, যার নেতৃত্বে হামাস ২০২৩ সালে ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালিয়েছিল। গাজায় ইসরায়েলি অভিযানে তার মৃত্যুর তিন মাস পর এ ফুটেজ প্রকাশ পেল।

ফুটেজে সিনওয়ারকে গাজার যুদ্ধক্ষেত্রে, বিশেষ করে রাফা এলাকায় সামরিক অভিযান পরিচালনা করতে দেখা যায়। ফিলিস্তিনি এই নেতাকে সামরিক পোশাক পরিহিত অবস্থায়, হাতে লাঠি ও কম্বল দিয়ে আচ্ছাদিত দেখা গেছে। তার আশপাশে ছিল শুধুই ধ্বংসস্তূপ, যা যুদ্ধের নির্মম বাস্তবতার এক প্রকট চিত্র।

এ ছাড়া একটি দৃশ্যে একটি ভবনের দেয়ালে হিব্রু ভাষায় ‘উত্তর (নর্থ)’ শব্দটি গ্রাফিতি হিসেবে দেখা যায়, যেখানে সিনওয়ার কিছুক্ষণ অবস্থান করেছেন। স্থানীয় গণমাধ্যমের মতে, এটি ইঙ্গিত দেয়, তিনি বাড়িটিতে পৌঁছনোর আগেই ইসরায়েলি বাহিনী সেখানে অভিযান চালিয়েছে।

অন্য এক দৃশ্যে সিনওয়ারকে পোলো শার্ট পরিহিত অবস্থায় আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা যায় এবং তাদের সামনে একটি মানচিত্র রাখা ছিল। আলজাজিরা নেটওয়ার্ক আরো একটি ভিজ্যুয়াল সম্প্রচার করেছে, যেখানে সিনওয়ার হামাসের তৎকালীন প্রধান হিসেবে ৭ অক্টোবরের হামলার আদেশে স্বাক্ষর করেছিলেন।

ইয়াহিয়া সিনওয়ার কে ছিলেন?  
হামাসের শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিচিত ইয়াহিয়া সিনওয়ার ২০২৩ সালের ১৮ অক্টোবর ইসরায়েলি অভিযানে নিহত হন। গাজার একটি সুড়ঙ্গে জিনিসপত্র সরাতে দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পরই তাকে হত্যা করা হয়।

ইসরায়েল তাকে ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করে।

১৮ অক্টোবর ইসরায়েল সিনওয়ারের জীবনের শেষ মুহূর্তের ফুটেজ প্রকাশ করে, যেখানে তাকে দুর্বল অবস্থায় দেখা যায়। তিনি ড্রোনের দিকে কিছু নিক্ষেপ করে শেষ চেষ্টা করেছিলেন। পরে ইসরায়েল তার ছবি ও বার্তা দিয়ে লিফলেট ফেলে জানায়, ‘হামাস আর গাজা শাসন করবে না।’

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্য সংঘাতময় হয়ে উঠেছে। ওই দিন হামাস ও তাদের মিত্ররা গাজা উপত্যকার সীমানা পেরিয়ে ইসরায়েলি শহরে হামলা চালায়, যেখানে এক হাজার ২০০ জন নিহত ও ২৫০ জন বেসামরিক ও সেনা সদস্য জিম্মি হয়। এর জবাবে ইসরায়েল গাজায় বিমান ও স্থল হামলা শুরু করে। হামাসের দাবি অনুযায়ী, এসব অভিযানে গাজায় ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

সিনওয়ারের সাম্প্রতিক এই ফুটেজ এমন এক সময় প্রকাশ পেল, যখন ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতির চুক্তির মাধ্যমে বন্দি ও জিম্মি বিনিময় করছে, যা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার ও বছরের পর বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে করা হয়েছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com