1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

শান্তি আলোচনার কাঠামো নির্ধারণে মিত্রদের প্রতি জেলেনস্কির আহ্বান

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে মিত্রদের একটি কাঠামো নির্ধারণে কাজ করা উচিত। পাশাপাশি তিনি পুনর্ব্যক্ত করেছেন, শুধু কিয়েভকে অন্তর্ভুক্ত করেই টেকসই শান্তি অর্জন সম্ভব।

প্রায় তিন বছরের ভয়াবহ যুদ্ধের কারণে হাজার হাজার প্রাণহানি হয়েছে। এই অবস্থায় শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের শুরুর দিকে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ‘বুদ্ধিমান’ নেতা হিসেবে ট্রাম্পের প্রশংসা করে রুশ নেতা বলেছেন, তিনি সম্ভবত ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়া রোধ করতে পারতেন।

‘অভিন্ন পরিকল্পনা’ নেই
অন্যদিকে কিয়েভে জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নকে আলোচনায় অংশগ্রহণ করতে হবে। শান্তি কেবল শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমেই অর্জিত হতে পারে বলে তিনি মনে করেন।

তিনি আরো বলেন, ‘আমি এখনই বলতে পারছি না যে কী ধরনের আলোচনা হবে বা আলোচনা প্রক্রিয়ার কাঠামো কী হবে। কারণ এখনো একটি অভিন্ন পরিকল্পনা তৈরি হয়নি।’

জেলেনস্কি উল্লেখ করেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা কার্যকর ফল দিতে পারবে না। তিনি বলেন, ‘কোনো আলোচনা প্ল্যাটফরম থেকে ইউক্রেনকে বাদ দেওয়া অসম্ভব, নতুবা সেই প্ল্যাটফরম কার্যকর ফল বয়ে আনবে না এবং তা শুধু রাজনৈতিক ফলাফল দেবে। এই জাতীয় ফলাফলের নিরাপত্তা ও যুদ্ধের সমাপ্তির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।’

যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি
শান্তি আলোচনা নিয়ে আলোচনা এমন এক সময় আসছে, যখন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী ক্রমাগত পিছু হটছে এবং রাশিয়ার সুসজ্জিত বাহিনী নতুন অগ্রযাত্রা করছে। রাশিয়ার বাহিনী প্রথমবারের মতো ইউক্রেনের দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সন্নিকটে পৌঁছেছে। এই সংঘাতের দুই পক্ষই যুদ্ধ কমানোর কোনো ইঙ্গিত দেয়নি। যদিও ট্রাম্প দাবি করেছেন, তিনি ক্ষমতায় আসার এক দিনের মধ্যেই এই সংঘাত বন্ধ করতে পারবেন।

রাশিয়া পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হওয়ার পাশাপাশি কিয়েভের জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। ইউক্রেনীয় বিমানবাহিনী শনিবার জানায়, তারা দুটি ক্ষেপণাস্ত্র ও ৪৫টি রুশ ড্রোন ভূপাতিত করেছে।

কেন্দ্রীয় চেরকাসি অঞ্চলের জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, রাশিয়ার হামলায় ‘জরুরি অবকাঠামো’ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে বিশাল অগ্নিকাণ্ড ঘটে ও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, টানা দ্বিতীয় রাত রুশ হামলায় কিয়েভের নিকটবর্তী একটি বহুতল আবাসিক ভবন আঘাতপ্রাপ্ত হয়েছে।

অন্যদিকে রাশিয়ার অধিকৃত দক্ষিণ ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, খেরসন অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনের হামলায় তিনজন নিহত হয়েছে।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com