1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

২৩ বছর বয়সেই ২৫০ কোটির সম্পদের মালিক জান্নাত

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক : মাত্র ২৩ বছর বয়সেই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলে দিয়েছেন এক তরুণ অভিনেত্রী। অভিনয়ের জন্য তাকে প্রতি এপিসোডে পারিশ্রমিক দিতে হয় ১৮ লাখ টাকা, যা টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে।

এই অভিনেত্রী শুধু টেলিভিশনেই নয়, সোশ্যাল মিডিয়া এবং ব্যবসাতেও সমান দক্ষ। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।

২০০১ সালের ২৯ আগস্ট মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রীর নাম জান্নাত জুবায়ের। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও, অল্প সময়েই তিনি অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন।

তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘ফুলওয়া’, ‘মহারানা প্রতাপ’, এবং ‘তু আশিকি’। এছাড়াও রানী মুখার্জির ‘হিচকি’ সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন।

পাশাপাশি রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১২’-এ অংশগ্রহণ করে ‘সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী’র খেতাব অর্জন করেছেন।

মাত্র ২১ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাড়ি কিনেছেন জান্নাত। এছাড়াও নিয়মিত বিভিন্ন মিউজিক ভিডিও এবং ব্র্যান্ড প্রচারে অংশগ্রহণ করেছেন।

এত কিছুর পরেও তিনি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন প্রায় ৫ কোটি মানুষ। সেখানে তার প্রতিটি পোস্ট থেকেও আয় করেন তিনি।

অভিনয়, ব্যবসা এবং সোশ্য়াল মিডিয়া…সব মিলিয়ে মাত্র ২৩ বছর বয়সেই জান্নাতকে তারকাখ্যাতি ও বিপুল সম্পদের মালিক করে তুলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com