1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ফের বিপদে সাইফ, হারাতে পারেন ১৫ হাজার কোটির সম্পত্তি!

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
বিনোদন ডেস্ক : সময়টা মোটেই ভাল যাচ্ছে না বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের। সদ্যই ছুরিকাঘাতের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। হাসপাতাল থেকে ছাড়া পেতেই পেলেন আরেক দুঃসংবাদ। পতৌদি পরিবারের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি চলে যেতে পারে সরকারের অধীনে!

মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি রায়ের পরে পতৌদি পরিবারের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আসলে এরকম সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে ২০১৫ সালে যে স্থগিতাদেশ জারি করা হয়েছিল, সেটা সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। আর সেটার ফলেই ১৯৬৮ সালের শত্রু সম্পত্তি আইনের আওতায় পতৌদি পরিবারের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি সরকারের হাতে চলে যাওয়ার পথ খুলে গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে আপাতত পতৌদি পরিবার বা সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

ইতিহাস অনুযায়ী, ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের তিন মেয়ে ছিলেন। বড় মেয়ে আবিদা সুলতান ১৯৫০ সালে পাকিস্তানে চলে গিয়েছিলেন।

২০১৯ সালে সাজিদাকে পতৌদি পরিবারের উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দিয়েছিল আদালত। কিন্তু আবিদা যে পাকিস্তানে চলে গিয়েছিলেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হয়েছিল। ফলে একটা সংঘাত ও বিতর্কের জায়গা থেকেই গিয়েছে।

এরইমধ্যে হাইকোর্ট জানিয়েছে, ২০১৭ সালের সংশোধিত শত্রু সম্পত্তি আইনের আওতায় একটি বিধিবদ্ধ প্রতিকার আছে। আর সংশ্লিষ্ট পক্ষকে ৩০ দিনের মধ্যে নিজেদের মতামত পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি বিবেক আগরওয়াল জানান, হাইকোর্টের নির্দেশের ৩০ দিনের মধ্যে যদি (কোনও পক্ষ) নিজেদের মতামত দাখিল করেন, তাহলে যোগ্যতার ভিত্তিতে আবেদন বিচার করতে হবে।

এদিকে, ছুরিকাঘাতে আহত হওয়ার ৫ দিন পর গতকাল (২১ জানুয়ারি) বাড়ি ফিরেছেন সাইফ। তবে যে বাড়িতে আক্রমণের শিকার হয়েছেন সেখানে যাননি সাইফ। বরং নিজের অন্য এক আবাসনে গেছেন নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে। অন্যদিকে, সাইফের ওপর আক্রমনকারী এখন পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com