সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকায় অবৈধভাবে পাথর তোলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) আরএনবি কমান্ডার (সদর) রোকনুজ্জামান খান স্বাক্ষরিত আদেশে অভিযুক্ত আরএনবি সদস্যদের বরখাস্ত করা হয়। তারা হলেন এসআই মো. মঞ্জুরুল ইসলাম, ইএস/৩৯২, আরএনবি চৌকি, সিজিপিওয়াই, এএসআই শাহাদাত হোসেন, ইএস/৪৩৫, আরএনবি, চাঁদপুর, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন, এইচ/৪৬১-ই, আরএনবি চৌকি, চট্টগ্রাম এবং সিপাহী মো. আব্দুল হাই, সি/১৪৪৫-ই, আরএনবি, অস্ত্র শাখা, চট্টগ্রাম। তারা সবাই ভোলাগঞ্জ পাথর কোয়ারী বাংকার এলাকায় কর্মরত ছিলেন।
আদেশে বলা হয়, এ সদস্যরা প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ সব সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং প্রতিদিন অফিস চলাকালীন কমান্ড্যান্ট, ঢাকার দপ্তরে হাজির থাকবেন। ঘটনাটি সরেজমিন তদন্তে সহকারী কমান্ড্যান্ট, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ঢাকা বিভাগকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন, সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, সিলেট। কমিটিকে আগামী ৫ (পাঁচ) কর্ম দিবসের মধ্যে মহাব্যবস্থাপকের (পূর্ব) কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৬ জানুয়ারি সিলেটের কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ বাংকার এলাকায় পাথর চুরির একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে আরএনবির এক সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।