1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে চিকিৎসা দিয়েছি: ডা. এনামুর

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ঢাকা : সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান দাবি করেছেন, ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ২৯০ জনকে নিজের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। এ ছাড়া বহির্বিভাগে ৫৭৬ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। মিরপুর থানার এসআই মনিরুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডের পক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। এরপর, ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তিনি আদালতে আরো বলেন, আমি হাসপাতাল আর বাসা ছাড়া অন্য কোথাও যাইনি। মিরপুরের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কোনো মিটিং বা মিছিলে আমি অংশগ্রহণ করিনি। কেউ এর প্রমাণ দিতে পারবে না।

গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার মো. সাগর গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ মোট ২৪২ জনকে আসামি করা হয়। এজাহারে ৩০ নম্বর আসামি হিসেবে ডা. এনামুর রহমানের নাম উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com