নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানের অংশ হিসেবে আজও (২৭ জানুয়ারি সোমবার) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে উপজেলার পাহাড়ি নদী ভোগাইয়ে এ অভিযান পরিচালিত হয়।
ভোগাই নদীর নয়াবিল, হাতিপাগার, মন্ডলিয়াপাড়া, তন্তর, হাতিপাগার, কালাকুমা ও নাকুগাঁও ব্রিজ এলাকায় এ অভিযানে ৪০টির মতো শ্যালুচালিত মিনি ড্রেজার, অন্তত ৩০টি টাওয়ার বা বালু নেটিংয়ের স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেভাগেই বালু উত্তোলনে জড়িতরা সটকে পড়ায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানকালে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
এর আগে গতকাল রোববার ভোগাই নদীর গোবিন্দনগর ছয়আনী পাড়া ও গোবিন্দনগর ঘোনাপাড়ায় অভিযান চালিয়ে অন্তত ২০টি টাওয়ার, তিনটি মিনি ড্রেজার ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।