সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু’দিন ব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা প্রকৌশলী শামসুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন । এছাড়াও সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল দিয়ে তাদের উদ্ভাবন উপস্থাপন করেন। উদ্বোধন শেষে নির্বাহী কর্মকর্তা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। একই সাথে প্রদর্শিত উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।