1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

আলাস্কায় নিখোঁজ সেই উড়োজাহাজ বিধ্বস্ত, চালকসহ সবার মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কার উনালাকলিট থেকে নোমে যাওয়ার পথে নিখোঁজ হওয়া বেরিং এয়ারের যাত্রীবাহী উড়োজাহাজটির খোঁজ মিলেছে। যাত্রীবাহী সেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের চালক এবং ৯ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

শুক্রবার সমুদ্রের বরফের উপর সেই উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্ঘটনাটি গত ২৫ বছরের মধ্যে রাজ্যের সবচেয়ে মারাত্মকগুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে৷

আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোটো আকারের হয়।

বেরিং এয়ারের অপারেশন বিভাগের পরিচালক ডেভিড ওলসেন মার্কিন সংবাদামাধ্যম ডেভিড ওলসেন মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে জানান, গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিটে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশে রওনা হয়েছিল উড়োজাহাজটি। উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়।

মার্কিন কোস্টগার্ড আলাস্কা অঙ্গরাজ্য শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, রাডারের রেকর্ড বলছে, সর্বশেষ বিকেল ৩টা ১৮ মিনিটে সংকেত এসেছিল বিমানটি থেকে। আমরা ধারণা করছি, বিমানটির ইঞ্জিনে এমন কোনো গুরুতর ত্রুটি ঘটেছিল, যার ফলে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা এবং ওড়ার গতি হারিয়ে ফেলেছিল। ছোট টার্বোপ্রপ সেসনা ক্যারাভান উড়োজাহাজটিতে নয়জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন।

মার্কিন সরকারের জাতীয় পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, আলাস্কায় অন্যান্য মার্কিন রাজ্যের তুলনায় বিমান ট্যাক্সি এবং যাত্রীবাহী বিমান দুর্ঘটনার সংখ্যা বেশি। আলাস্কায় পাহাড়ি ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়া রয়েছে। অনেক গ্রাম রাস্তা দিয়ে সংযুক্ত নয়। ওইসব এলাকায় মানুষ এবং পণ্য পরিবহনের জন্য ছোট উড়োজাহাজ ব্যবহৃত হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, বেরিং এয়ার হলো আলাস্কাভিত্তিক একটি আঞ্চলিক বিমান সংস্থা। এটি প্রায় ৩৯টি বিমান এবং হেলিকপ্টার পরিচালনা করে।

এর আগে, গত ৩০ জানুয়ারি রাজধানী ওয়াশিংটনে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মাঝ আকাশে একটি মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়, যার ফলে মোট ৬৭ জন নিহত হয়। এই দুর্ঘটনার পরপরই ব্যস্ত ফিলাডেলফিয়ার একটি এলাকায় মেডিকেল বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত এবং ১৯ জন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com