কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতিতে আর্থিক সাহায্যকরনে বিভিন্ন মসজিদের অনুকূলে প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের শেখ কামাল অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান কার্যক্রম’র উদ্বোধন করেন পটুয়াখালী-৪, কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর আসনের সংসদসদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমাম মুহিব এমপি।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, আওয়ামী লীগ নেতা ড. শহীদুল ইসলাম বিশ্বাস।
এসময় ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ১৯৪ জন ঈমাম, মোয়াজ্জিম ও খাদেমদের মাঝে নগদ পাঁচ হাজার করে টাকা প্রদান করা হয় এবং অর্থ প্রদানের পূর্বে বঙ্গবন্ধুর রুহের মাগফিরত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
– রাসেল কবির মুরাদ