1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

প্রেসিডেন্টের সমাবেশ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার সকালে দেশটির দক্ষিণে ওয়াক্সাকাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা প্রেসিডেন্টের সমাবেশে অংশগ্রহণ শেষে ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

ওয়াক্সাকা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ছোট শহর সান্তো ডোমিঙ্গো নারোর উপকণ্ঠে ঘটা দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনও কিছু জানে না। এ ব্যাপারে তদন্ত চলছে।

ওয়াক্সাকার গভর্নর সালোমন জারা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাদের আমরা এই কঠিন সময়ে প্রয়োজনীয় সহায়তা এবং সহায়তা প্রদান করব।

সোমবার বিকেলে স্থানীয় রেডিওতে এক সাক্ষাৎকারে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো বলেন, বাসটি ৪০ জনেরও বেশি লোক বহন করছিল। মেক্সিকোর দক্ষিণে তেহুয়ান্টেপেকের ইস্থমাসের দিকে যাচ্ছিল এটি।

রোমেরো আরও বলেন, মনে হচ্ছে যাত্রীরা রোববার রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের আয়োজিত একটি সমাবেশে যোগদানের পর বাড়ি ফিরছিলেন।

মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম রাজধানীর কেন্দ্রীয় চত্বরে এক বিশাল সমাবেশের আয়োজন করেন। এর মাধ্যমে মার্কিন শুল্ক স্থগিতের দ্বিতীয় মাসে মেক্সিকোর প্রবৃদ্ধির উদযাপন করেন তিনি। এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সমর্থক বাসে করে এসে যোগ দেন।

রোববারের সমাবেশটি মেক্সিকোর সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রদর্শনের প্রতিনিধিত্ব করে। জনপ্রিয় বামপন্থী নেত্রী প্রথমে ট্রাম্প প্রশাসন কর্তৃক আরোপিত একতরফা শুল্কের বিরুদ্ধে তার সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপের রূপরেখা তৈরির সমর্থন পেতে এই গণসমাবেশ আয়োজনের পরিকল্পনা করেন। গত সপ্তাহে শেইনবাউমের সাথে টেলিফোনে কথোপকথনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর সমাবেশটি আনন্দ উৎসবে পরিণত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com