1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

ইরাকে বিমান হামলায় শীর্ষস্থানীয় আইএস নেতা নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় দায়িত্ব পালন করা ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষস্থানীয় নেতা ইরাকি জাতীয় গোয়েন্দা সংস্থা ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, আবু খাদিজা নামেও পরিচিত আবদুল্লাহ মক্কি মুসলিহ আল-রিফাই ‘ইরাক ও সারা বিশ্বে অন্যতম সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত ছিলেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তাকে আমাদের সাহসী যোদ্ধারা নিরলসভাবে অনুসরণ করে হত্যা করেছে।’

এ ছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরাকের পশ্চিম আল আনবার প্রদেশে একটি ‘নির্ভুল বিমান হামলা’ পরিচালনা করেছে, যার ফলে বৃহস্পতিবার ‘আইএসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য’ রিফাই নিহত হয়েছেন। তিনি আইএসের সবচেয়ে শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধান ছিলেন এবং তিনি বিশ্বব্যাপী আইএস পরিচালিত অভিযান, রসদ সরবরাহ ও পরিকল্পনার জন্য দায়ী ছিলেন। তিনি আইএসের বৈশ্বিক সংগঠনের জন্য আর্থিক সহায়তার একটি বড় অংশ পরিচালনা করতেন বলে সেন্টকম জানিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে পোস্ট করে বলেছেন, ‘আরেকজন আইএসআইএস সদস্যর দুর্বিষহ জীবন শেষ হয়েছে, ইরাকি সরকার ও কুর্দিশ আঞ্চলিক সরকারের সমন্বয়ে। শক্তির মাধ্যমে শান্তি!’

রিফাইকে অন্য আরেক আইএস সদস্যর সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গেছে জানিয়ে সেন্টকম বলেছে, “দুই সন্ত্রাসীই বিস্ফোরিত না হওয়া ‘সুইসাইড ভেস্ট’ পরিহিত ছিলেন এবং তাদের কাছে একাধিক অস্ত্র ছিল।”

প্রতিবেদন থেকে জানা যায়, সেন্টকম ও ইরাকি বাহিনী তাদের পূর্ববর্তী একটি অভিযানে পাওয়া ডিএনএ থেকে রিফাইকে শনাক্ত করতে সক্ষম হয়েছে, যেখানে তিনি ‘কিছুটা ভাগ্যক্রমে বাঁচতে সক্ষম হয়েছিলেন’। জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, ‘রিফাই ছিলেন আইএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে একজন। আমরা সন্ত্রাসীদের হত্যা করতে ও তাদের সংগঠনগুলো ভাঙতে চলেছি, যেগুলো আমাদের দেশ, যুক্তরাষ্ট্র, মিত্র ও অংশীদারদের জন্য হুমকি তৈরি করে।’

বিবিসির তথ্য অনুসারে, আইএস এক সময় ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে ছিল, যা উত্তর-পূর্ব সিরিয়া থেকে উত্তর ইরাক পর্যন্ত বিস্তৃত ছিল এবং প্রায় আট কোটি মানুষকে তাদের নিষ্ঠুর শাসনে রেখেছিল। ইরাক ২০১৭ সালের ডিসেম্বরে আইএসের পরাজয় ঘোষণা করে এবং ২০১৯ সালে তারা তাদের শেষ দখলকৃত এলাকা হারায়। তবে সন্ত্রাসী ও ঘুমন্ত সেলের সদস্যরা এখনো দেশের বিভিন্ন অংশে উপস্থিত রয়েছে এবং ইরাকি সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিচ্ছিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com