1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন, আইনে আসছে সংশোধনী: আসিফ নজরুল নালিতাবাড়ীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার সালমানের বিরুদ্ধে ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল, জানালেন সাবেক সেনাপ্রধান দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী পুলিশ সদস্য দ্বারা লাঞ্ছিত, কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি শাকিব ভাই লিজেন্ড, সামনে থেকে দেখতে বেশি সুন্দর : তাসকিন

সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জ :  নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পুলিশ পরিচয়ে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দড়িকান্দি ব্রিজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠান দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজধানীর ভাটারা এলাকার দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাজিম উদ্দিন ও মাইক্রোবাস চালক মামুন শেখ মতিঝিল সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় যাচ্ছিলেন। পথে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি ব্রিজ পার হওয়ার পর সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডার গাড়িতে আসা ৬ জনের একটি দল তাদের গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশির কথা বলে।

একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে নাজিম উদ্দিন ও চালক মামুনকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। ডাকাত সদস্যরা তাদের বিভিন্ন স্থানে ঘুরানোর পর অপরিচিত একটি এলাকায় নামিয়ে দেয় এবং গাড়িতে থাকা দুটি ব্যাগ ভর্তি ১ কোটি ১০ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী নাজিম উদ্দিন বলেন, আমাদের কোম্পানিতে বিকাশের মাধ্যমে লেনদেন হয়, যা শুধু সিটি ব্যাংকই করে। মালিক দেশের বাইরে থাকায় তার সই করা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, অভিযোগের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনাস্থলে কোনো সিসিটিভি না থাকায় ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তির সহায়তায় আমরা তদন্তের চেষ্টা করছি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ– সার্কেল) আসিফ ইমাম জানান, আমি ঘটনার কথা শুনেছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com