বান্দরবান : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন।
শনিবার (১৫ মার্চ) সকালে বান্দরান প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন এর বান্দরবান জেলা শাখার নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সুজস তঞ্চঙ্গ্যা, সদস্য ম্যাম্যা চিং এবং উহ্লাশৈ মার্মাসহ অনেকে।
গণসংহতি আন্দোলন এর বান্দরবান জেলা শাখার নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী তার বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম একটা সুন্দর রাষ্ট্র পাবো। আর দেশের সব নাগরিক সুন্দরভাবে এক কাতারে বসবাস করব। কিন্তু এ সময়ে খুন, ডাকাতি, ধর্ষণ, মব জাস্টিস বেড়ে গেছে। এটা বন্ধ করা উচিত। এটা বন্ধ না হওয়ায় দেশের মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে। নারীরাই আমাদের শক্তি। নারীর স্বাধীনতা না থাকে তাহলে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো না।