নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইফাত গ্রুপের পক্ষ থেকে চব্বিশের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে শহীদ শফিক মিয়া’র স্ত্রী মুন্নি ও শহীদ আ: আজিজের ভাই আব্দুল মান্নানের হাতে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দের ইউএনও দীপ জন মিত্র।
ইউএনও দীপ জন মিত্র বলেন, নকলায় বৈষম্যবিরোধী আন্দোলনে দুইজন শহীদ হয়েছেন। তাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইফাত গ্রুপের পক্ষ থেকে জেলা প্রশাসন থেকে প্রাপ্ত ঈদ উপহার সামগ্রী শহীদ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।