1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

১১ জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বান্দরবানে সাংগ্রাই উৎসবের সূচনা

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বান্দরবান : বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত ১১টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘সাংগ্রাই’ উৎসব। পাহাড়ি অঞ্চলের অন্যতম প্রাণবন্ত এই উৎসবে ফুটে উঠেছে সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির অনন্য বার্তা।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ৮টায় বান্দরবানের রাজার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রা শুরু হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি নিজেও শোভাযাত্রায় অংশগ্রহণ করে উৎসবের শুভ সূচনা করেন।

চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাক, ম্রো, খিয়াং, খুমি, বমসহ ১১টি জাতিগোষ্ঠী নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেয়। ফেস্টুন, প্ল্যাকার্ড, বর্ণিল সাজ, গানের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে একত্রিত হয়। প্রতিটি জাতিগোষ্ঠী এই উৎসব নিজস্ব নামে উদ্যাপন করে। মারমারা একে বলে ‘সাংগ্রাই’, চাকমারা ‘বিজু’, ত্রিপুরারা ‘বৈসু’, তঞ্চঙ্গ্যারা ‘বিষু’, অন্যরা ‘চাংক্রান’ নামে অভিহিত করে। বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত।

কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, বয়োজ্যেষ্ঠ পূজা, বুদ্ধস্নান, পিঠা উৎসব, ঐতিহ্যবাহী বলী খেলা, তৈলাক্ত বাঁশে চড়া এবং শেষ তিনদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রীয় পানি বর্ষণ বা জলকেলি।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুণী হ্লা এ চিং বলেন, এই সাংগ্রাইতে আমার একটাই চাওয়া-আমরা যেন মিলেমিশে থাকতে পারি।

আরেক তরুণী আসিয়াম বম বলেন, বান্দরবানে ১২টি জাতি মিলে একত্রিত হয়েছি আজ। কী যে আনন্দ লাগছে, সেটা ভাষায় বোঝানো কঠিন।

উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুংমং মার্মা বলেন, বর্ষবরণ ও বর্ষবিদায়ের উৎসব সাংগ্রাই। শোভাযাত্রার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা হলো। পাহাড়িদের ঐতিহ্য খেলাসহ নানা অনুষ্ঠান ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, এবং জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পার্বত্য জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আমরা উৎসাহ-উদ্দীপনায় একযোগে কাজ করছি। বৈষম্যহীন নতুন বাংলাদেশের জন্য একসঙ্গে এগিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com