1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

ফের আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের আদানি গ্রুপ। মঙ্গলবার (১৫ এপ্রিল) আদানির দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

এর আগে কারিগরি সমস্যার কারণে গত মঙ্গলবার (৮ এপ্রিল) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে শনিবার (১১ এপ্রিল) সকালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বয়লার টিউব লিকেজের কারণে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরমধ্যেই শনিবার দ্বিতীয় ইউনিটেও একই সমস্যা দেখা দেয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। এরমধ্যে গত মঙ্গলবার প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে গেলেও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com