চট্টগ্রাম : চট্টগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর থেকে নগরের দুই নম্বর গেট এলাকায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেন কারিগরি শিক্ষার্থীরা।
এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সড়কের ওপর বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর পর পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দুই নম্বর গেট, মেডিকেল সংযোগ সড়ক, জিইসি ও মুরাদপুর সড়কে যানচলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
এবিষয়ে জানতে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানে কল দিলেও তিনি রিসিভ করেননি।
এর আগে, গত ২০ মার্চ একই দাবিতে দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ওই সময় সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছিলেন বিক্ষোভকারীরা।