শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে চিয়া সিড ও কিনোয়া ফসল উৎপাদন ব্যবস্থাপনা এবং বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে আমাল ফাউন্ডেশনের আয়োজনে ও লজিক প্রকল্পের বাস্তবায়নে উপজেলা সদর রায়েন্দা অগ্রদূত ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের মনিটরিং অফিসার টিএম সেলিম, ইউথ এনগেজমেন্ট অফিসার শাকিলা ইসলাম, শরণখোলা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার মো: আব্দুল হামিদ, আমাল ফাউন্ডেশনের চিরনজিত দাস, লজিক প্রকল্পের আব্দুর রাজ্জাক প্রমুখ।
সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার চারটি ইউনিয়নের কৃষক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।