1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে ডিএনসিসির অনুদান, দেয়া হবে চাকরি

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল ৪টায় ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়।

এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশা চালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যারা ব্যাটারি চালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা বিকল্প আয়ের উৎস খুঁজে নেন। ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না।

ক্ষতিগ্রস্ত রিকশাচালকগণ হলেন- সিরাজগঞ্জের মৃত জুরানের ছেলে মো. খলিল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মুনসুর আলীর ছেলে রাসেল মিয়া ও বরিশালের মাহতাব মৃধার ছেলে সুমন মৃধা।

এ সময় ডিএনসিসি প্রশাসক এই তিন রিকশাচালককে চাকরির ব্যবস্থা করে দিতে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের জন্য ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় মূল রাস্তায় চলাচলরত ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয় এবং কয়েকটি রিকশা গুড়িয়ে দেয়া হয়।

গণমাধ্যেমে তিন রিকশাচালকের আর্তনাদের খবর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের চোখে পড়লে তিনি তৎক্ষণাৎ এই তিন রিকশা চালককে সহায়তার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com