1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

বসতঘর নেই, টং দোকানেই দিন-রাত কাটে পিতা-পুত্রের

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ মে, ২০২৫

সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের নাম মাত্র ছোট একটি টং দোকান থাকলেও দিনের বেলায় চালায় দোকান, রাত নামলেই সেটিই রূপ নেয় পিতা-পুত্রের আশ্রয়কেন্দ্র। তবে এটি কোনো সরকারি আশ্রয়কেন্দ্র নয়, এটি হতদরিদ্র আব্দুল্লাহ আল লাভলু নামের এক অসহায় পিতার শেষ ভরসা।

সহায় সম্বল বলতে কিছুই নেই এই অসহায় হতদরিদ্র লাভলুর, বসত বাড়ীর ভিটেমাটি না থাকায় আট বছর বয়সী ছেলেকে নিয়ে ঝড়-বৃষ্টির মধ্যেও দোকানের ভেতরই কেটে যায় তাঁদের প্রতিটি রাত। আব্দুল্লাহ আল লাভলু উপজেলার সদরের মৃত হাসমত আলীর ছেলে।

চোখ পড়লো লাভলু চোখ মুছতে মুছতে বলেন, এক সময় পরিবার ছিল, ঘর ছিল। মা ছিলেন একমাত্র অবলম্বন। কিন্তু প্রায় পাঁচ বছর আগে মায়ের মৃত্যুর পর সবকিছুই যেন হয়ে যায় ওলটপালট। মা মারা যাওয়ার পর তাঁর রেখে যাওয়া একমাত্র বসতভিটেটুকু ভাইবোনেরা মিলে বিক্রি করে ভাগ করে নেয় শেষ সম্বল বলতে কিছুই থাকেনা ভাগ্যে। মা জীবিত থাকাকালীন সময় রিক্সা চালিয়ে দিন চলে যেত। বসত ভিটে জমি বা ঘরবাড়ি না থাকা দরিদ্রতা সংসারে এনে দেয় ভাঙন। বসত ঘড় না থাকায় স্ত্রীও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে চলে যায়, রেখে যায় ছেলেকে।

বর্তমানে রিক্সাও নাই এখন এই দোকানেই রাত কাটে। রাতের বেলায় একটা ছেড়া কাথা মুড়িয়ে কখনও খেয়ে আবার,কখনও না খেয়েও কেটে যায়। লাভলু অঝোরে কেঁদে কেঁদে বলেন, “ছেলেটাকে স্কুলে পাঠাতে চাই। মানুষ করতে চাই। কিন্তু নিজেই ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না। কোথায় যাব, কাকে বলব, বুঝি না।” স্থানীয়রা জানান,লাভলু একজন নিরীহ ও পরিশ্রমী মানুষ। কিন্তু জীবনের ঘাত-প্রতিঘাতে তিনি আজ অসহায়।

বস্ত্র ব্যবসায়ী ও সাংবাদিক এম. খলিলুর রহমান বলেন, “প্রতিদিন দোকান বন্ধ করার পর এখানে এসে দেখি, লাভলু তাঁর ছোট ছেলেকে জড়িয়ে ধরে ছোট এই টং দোকানে সামান্য জায়গায় ঘুমানোর চেষ্টা করছেন। কোনোদিন দেখি বৃষ্টিতে ভিজে কাঁপছে শিশুটি, আবার কোনোদিন দেখা যায় গভীর রাতে চোখের ক্লান্তি নিয়ে পিতা-পুত্র দুজনেই জেগে আছে।

তিনি আরও বলেন, “শিশু অধিকার রক্ষায় আমরা নীতিমালা প্রণয়ন করি, সভা-সেমিনারে বড় বড় কথা বলি। অথচ বাস্তবতা ভিন্ন—এই শিশুটির চোখে প্রতিনিয়ত ভেসে ওঠে শুধুই বাঁচার তীব্র আকুতি। স্কুলে যাওয়ার স্বপ্ন বুকের গভীরে জমা থাকলেও পিতার করুণ বাস্তবতা তাকে টেনে রাখছে এক অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যতের পথে।”

প্রতিটি শিশুরই নিরাপদ আবাসন, পুষ্টি ও শিক্ষা পাওয়ার অধিকার আছে। লাভলুর সন্তানও এর বাইরে নয়। তবে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে সমাজের সহানুভূতির ওপর। এসময় সরকারের সার্বিক সহযোগীতাও কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com