নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে একটি গ্রাম্য শালিশকে কেন্দ্র করে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
রোববার (১৫ জুন) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারে স্থানীয় বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠন ও এলাকাবাসী এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মাঝে সাধারণ সম্পাদক ওমর ফারুক, শহর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আলী আকবর চান্দু, যুগ্ম-আহবায়ক ওএমকে টুকন, বিশিষ্ট ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য রবিউল আলম ইউসুফ, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শাহাজুল ইসলাম বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন ইউপি সদস্য ও বিএনপি নেতা আসনসারুল হক।
একটি গ্রাম্য শালিশকে কেন্দ্র করে পূর্বের জেরে গত ১০ জুন রাত পৌণে দশটার দিকে ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুল বারেক এর বারমারী বাজারস্থ ওয়ার্কশপে দেশীয় অস্ত্র নিয়ে দলবলসহ ঢুকে প্রকাশ্যে ভাংচুর চালায় এবং কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ওরফে বাঁশ নজরুল। পরে প্রত্যক্ষদর্শীরা আহত বারেককে উদ্ধার করে হাসপাতালে আনতে গেলে পথিমধ্যে দ্বিতীয় দফায় হামলা করে বারেককে বেধড়ক মারধর করা হয়। এরপর রাতেই বারমারী বাজারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে প্রকাশ্যে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের হুমকী ও গালাগাল করে নজরুল ও তার বাহিনী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ১২ জুন নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।