1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

পদ্মার দুই ইলিশ ২০ হাজার টাকায় কিনলেন প্রবাসী

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জুন, ২০২৫

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ৪ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি ইলিশ ২০ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (১৬ জুন) ভোর ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় জেলে করিম হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।

জানা গেছে, ভোর ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন জেলে করিম হলদার ও তার দুই সঙ্গী। পরে জাল উঠিয়ে দেখতে পান তাদের জালে ধরা পড়েছে বড় আকারের দুটি ইলিশ মাছ। সঙ্গে সঙ্গে মাছ দুটি নৌকায় তোলেন তারা। পরে মাছ দুটি বিক্রির জন্য সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। সেখানে চার কেজি ২০০ গ্রাম ওজন মেপে স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান শেখের কাছে ১৯ হাজার ৭৪০ টাকায় ইলিশ দুটি বিক্রি করেন ওই জেলে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান শেখ বলেন, জেলে করিম হালদার বড় দুটি ইলিশ মাছ বিক্রির জন্য ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসেন। তখন সরাসরি তার কাছ থেকে আমি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৭৪০ টাকা দিয়ে কিনে নিই। পরে মাছটি বিক্রির জন্য ফেসবুকে পোস্ট করা হলে লন্ডন থেকে এক প্রবাসী ৪ হাজার ৮০০ টাকা কেজি দরে ২০ হাজার ১৬০ টাকায় কিনে নেন। প্রবাসী মাছ দুটি খুলনায় তার গ্রামের বাড়িতে পাঠাবেন। আমরা মাছ পাঠিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, পদ্মার ইলিশের চাহিদা বেশি। আর সচরাচর বড় সাইজের রাজা ইলিশ এখন পাওয়া যায় না। তাই দাম বেশি হলেও মাছটি আমি কিনে নিই।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, দৌলতদিয়ার পদ্মা নদীতে প্রতিনিয়তই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়লেও ইলিশের অনেকটা আকাল ছিল।পদ্মায় সপ্তাহ খানেক ধরে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। এটা আমাদের জন্য সুসংবাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com